Mahalaya at Sundargram

মহালয়া – এক আবেগ।

ছোটবেলায় রেডিওতে মহালয়া শোনার জন‍্য ভোর বেলার এলার্ম কী জানি এক মন কেমন করা শিহরণ জাগাতো মনে। মনে করাতো ” এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পর”। আর ঘুম জড়ানো চোখে যখন শুনতাম” জয়ং দেহি, যশো দেহি”- তখন হঠাৎ করে মনটা যেন হারিয়ে যেত কোন আজানায়। দুগ্গা পূজো, পড়াশুনা নেই, শাসন নেই, নতুন জামা আর বন্দুক নিয়ে ক‍্যপ্টেন Spark. আর আজকের দিনে সেই রেডিয়োও নেই, সেই উন্মাদনা ও নেই। ছেলেমেয়েরা বোঝেও না এই আবেগ, এই নস্টালজিয়া। নেই সেই উদাত্ত কন্ঠাধারি স্বর্গীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র না আছে সেই অনুভূতিও।

এর সাথে জড়িয়ে আছে আর একটি আচারানুষ্ঠান। তর্পণ। পিতৃপুরুষের উদ্দেশ‍্যে জলদান। সাধারন ভাবে গঙ্গাতেই এই নিয়ম পালনে সকলে যান। তবে এ বছর যা পরিস্থিতি তাতে কী হবে কেউ বলতে পারবে না।

সেই Nostalgia কে মনে রেখে আমরা আমাদের গ্রামের বাড়িতে এবছর মহালয়ার পূণ‍্যলগ্নে সকলকে আমান্ত্রণ জানাচ্ছি এক ঘরোয়া অনুষ্ঠানে। এই বিশেষ দিনে আমাদের নিবেদন আগমণী র সুর। সুরের ডালি নিয়ে হাজির থাকবে উর্মি ও তার সাথী রা সঙ্গে মধ‍্যাহ্ন ভোজনে থাকছে পুষ্পান্ন র নিবেদন ঠাকুরবাড়ি রান্না। সকালে লুচি, আলুর সাদা তরকারি, গরম মিষ্টি ।


 

DAY Program Details 06-Oct-2021

  • Check in at 10:00am 
  • Food includes Breakfast + Lunch.
  • Cultural Program
  • Check out at 4:00 pm on 06-Oct-2021
Participation fees + food + Program of the day.

  • Rs.1111 per head. 
  • Child below 5 years: FREE.
Food details.

  • Welcome Drink: ডাবের জল, গন্ধরাজি ঘোল
  • Breakfast: লুচি, আলুর সাদা তরকারি, গরম মিষ্টি
  • Lunch: বাসমতী সাদা ভাত, পাঁচ ভাজা, কচুরশাক, মালাই মুগের ডাল, ছানার দমপক্ত, বরিশালের চিংড়ি পিঠে (2pcs), কাতলা দেহেবু (1pcs), মাটন সিরাজ কালিয়া (3pcs), ঠাকুরবাড়ির অম্বল

Drop your enquiry using the following form

[si-contact-form form=’5′]